×

রাজধানী

করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২০, ০৭:৫২ পিএম

করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

ডা. তানজিলা রহমান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তানজিলা রহমান নামে আরেক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।

তানজিলা রহমান ঢাকার লালমাটিয়ায় মেরিস্টোপস ক্লিনিকের প্রধান কার্যালয়ের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনায় প্রাণ হারানো বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা ২৩ জন বলে জানিয়েছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটি-এফডিএসআর। এছাড়াও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো পাঁচ জন চিকিৎসক।

জানা যায়, তানজিলা রহমান গত তিন দিন আগে সিএমএইচে ভর্তি হয়েছিলেন। মৃত্যুর সময় তিনি তিন সন্তান রেখে গেছেন এবং তার স্বামী সেনাবাহিনীতে কর্মরত।। ডা. তানজিলা রহমান মেটার্নিটি বিভাগের হেড অব কোয়ালিটি হিসেবে কাজ করতেন। প্রায় ১০ দিন আগে থেকেই অসুস্থ্ ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App