×

খেলা

সৌরভের প্রতিদ্বন্দ্বী এহসান মানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২০, ০৪:১২ পিএম

সৌরভের প্রতিদ্বন্দ্বী এহসান মানি

সৌরভ গাঙ্গুলী ও এহসান মানি

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীকে আইসিসির সর্বোচ্চ পদে দেখার আশা প্রকাশ করেছিলেন বেশ কয়েকজন তারকা সাবেক ক্রিকেটার। এমনকি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ আইসিসি সভাপতি পদে সৌরভের পক্ষে সমর্থন জানিয়েছেন। তবে পাকিস্তানের বিখ্যাত ইংরেজি দৈনিক 'দ্য নিউজ' জানিয়েছে, সৌরভের থেকে আইসিসির নতুন সভাপতি হওয়ার দৌড়ে বেশি এগিয়ে আছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।

জুনের শেষে আইসিসির বর্তমান সভাপতি শশাঙ্ক মনোহরের দায়িত্বের মেয়াদ শেষ হবে। নতুন মেয়াদে দায়িত্ব নেয়ার কোনো ইচ্ছা নেই বলে গত ডিসেম্বরে জানিয়েছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার নতুন সভাপতি কে হচ্ছেন সেটা জানা যাবে জুনের শেষে। কিন্তু তার আগে পাকিস্তানের সংবাদমাধ্যমের গুঞ্জনে নতুন করে জল্পনা-কল্পনায় ডুবে গেল ক্রিকেটপ্রেমীরা।

পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ জানিয়েছে, আইসিসি সভাপতির পদে লড়তে যাচ্ছেন এহসান মানি। এর আগে ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত আইসিসির সভাপতির দায়িত্ব পালন করেন এহসান মানি।

আইসিসির বর্তমান কমিটিতেও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন পিসিবি চেয়ারম্যান। সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান এহসান মানি। আইসিসির বেশ কয়েকটি প্রভাবশালী সদস্য দেশ মনে করে, শশাঙ্ক মনোহরের যোগ্য উত্তরসূরি হতে পারেন তিনি। কেননা আইসিসি প্রধান হিসেবে পূর্ব অভিজ্ঞতাও রয়েছে তার।

দ্য নিউজ আরো জানিয়েছে, কয়েকটি টেস্ট খেলুড়ে দেশ আইসিসিতে বিসিসিআইয়ের প্রভাব নিয়ে চিন্তিত। সে ভাবনা থেকেই এহসান মনিকে আইসিসি সভাপতির পদে লড়ার আহবান করে সংশ্লিষ্ট দেশগুলো। এহসান মানি সে প্রস্তাব গ্রহণও করেছেন বলে দাবি পাকিস্তানি দৈনিকটির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App