×

আন্তর্জাতিক

হাঁটু গেড়ে নয় মাটিতে শুয়ে আন্দোলনে পুলিশ প্রধান!

Icon

nakib

প্রকাশ: ০৮ জুন ২০২০, ০১:৪৮ পিএম

হাঁটু গেড়ে নয় মাটিতে শুয়ে আন্দোলনে পুলিশ প্রধান!

মাটিতে শুয়ে পুলিশ প্রধান

যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গকে পুলিশ কর্তৃক হত্যার পর সারা বিশ্বে বৈষম্যবিরোধী আন্দোনল ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশের জনগন করোনা উপেক্ষা করে রাস্তায় নেমেছেন। আর এতে সমর্থন দিচ্ছেন বিশ্বনেতারা। তবে যে পুলিশের বিরুদ্ধে এ আন্দোলন তাদের পক্ষ থেকেও সমর্থন করা হচ্ছে এ আন্দোলনকে। সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ম্যাসুচুসেটের ওয়েবস্টার শহরের পুলিশ প্রধান মাটিতে শুয়ে এ অন্দোলনে সমর্থন করছেন। https://twitter.com/i/status/1269332225499238400 ভিডিওতে দেখা যায় পুলিশ প্রধান মিশেল শাও মাটিতে শুয়ে অন্দোলনকরীদের শান্তিপূর্ণ আন্দোলন ও পুলিশের বর্বরতার বিরুদ্ধে আন্দোলনকে সমর্থন করে তাদের প্রতি সমর্থন জানান। তবে এ পুলিশ প্রধান রাস্তায় লেখা “আমি শ্বাস নিতে পারছি না” লিখার উপরে মুখ রেখে শুয়ে পড়েন। এতে অনেক আন্দোলনকারী পুলিশ প্রধানকে সাধুবাদ জানান। এ সময় অন্যান্য অনেক পুলিশ সদস্য ও সৈন্য এবং বিভিন্ন বাহিনীর সদস্যদের হাঁটু গেড়ে সমর্থন জানাতে দেখা যায়। তবে এ প্রথম কোন পুলিশ প্রধান একধাপ এগিয়ে গিয়ে মাটিতে শুয়ে নতুন পদ্ধতিতে আন্দোলনে সমর্থন জানালেন। তবে নতুন এ ভিডিও নিয়ে সামাজিক মাধ্যম টুইটারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটাকে অসম্মানজনক বলে অভিহিত করে পুলিশ প্রধানের অব্যাহতিও দাবী করেছেন। এর আগে হাঁটু গেড়ে সমর্থন জানানোর রীতিটি ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App