×

স্বাস্থ্য

আবারো ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ৪২, শনাক্ত ২৭৩৫

Icon

nakib

প্রকাশ: ০৮ জুন ২০২০, ০২:৪২ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২ জনের এবং আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৭৩৫ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৬১টি। দেশের ৫২ টি ল্যাবে মোট ১২ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবমিলিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৯৩০ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৫০৪ জন। নতুন করে ৬৫৭ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৪ হাজার ৫৬০ জন। দেশে মোট পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩১টি নমুনা। সোমবার (৮ জুন) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃতদের মধ্যে মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৯ জন নারী। দেশে এখন মৃত্যুহার ১.৩৬ শতাংশ বলে জানানো হয়। তাছাড়া দেশ আক্রান্তের হার ২১.১৩ শতাংশ এবং সুস্থতার হার ২১.২৫ শতাংশ। লকডাউন এলাকায় সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। তাছাড়া চীনের প্রতিনিধি দল তাদের কার্যক্রম শুরু করবেন বলেও জানানো হয়।  স্বাস্থ্যকর খাবার খেতে এবং নিজের সাবধানতা নিজেদের খেয়াল রেখে চলাচল করার আহ্বান জানানো হয়। যে কেউ আক্রান্ত হতে পারে তাই মানসিকভাবে সুস্থ থাকার পরামর্শ দেয়া হয়। উল্লেখ্য, গতকাল মৃত্যু হয়েছিল ৪২ জনের এবং একদিনে  আক্রান্ত হয়েছিল মোট ২৭৪৩ জন। ফলে গতকালের চেয়ে আজকে আক্রান্তের এবং মৃত্যু  সংখ্যা প্রায় একই রকম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App