×

পুরনো খবর

৮ দিনের আলোচনায় বাজেট পাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২০, ০৪:০৯ পিএম

৮ দিনের আলোচনায় বাজেট পাস

সংসদ ক্যালেন্ডার

আগামী ১০ জুন থেকে শুরু হওয়া একাদশ জাতীয় সংসদের ২০২০-২১ অর্থ বছরের বাজেট ও অষ্টম অধিবেশন উপলক্ষে ক্যালেন্ডার প্রকাশ করেছে সংসদ। সংসদের আইন শাখা-১ প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী এই অধিবেশনের কার্যদিবস হবে ১২টি। ১০ জুন সংসদের অধিবেশন শুরু হয়ে ৮ অথবা ৯ জুলাই পর্যন্ত চলতে পারে। ক্যালেন্ডার অনুযায়ী অধিবেশন শুরু ও বাজেট পেশের দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টায় সংসদের বৈঠক বসবে। চলবে দুপুর দেড়টা পর্যন্ত। এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ১০ জুন (বুধবার) বিকেল ৫টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশন ডেকেছেন। অধিবেশনের শুরুতে অধ্যাদেশ উত্থাপন হবে। তারপর আনা হবে শোকপ্রস্তাব। রাজধানীর ডেমরা-দনিয়া-মাতুয়াইল আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা এবং তা গ্রহণের পর সংসদের বৈঠক মুলতবি করা হবে। পরের দিন অর্থাৎ ১১ জুন বৃহস্পতিবার বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। এরপর উত্থাপন হবে বাজেট ও অর্থ বিল। এ দিন রাষ্ট্রপতি সংসদে উপস্থিত থাকবেন বলে সংসদ সচিবালয় জানিয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী-১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সংসদের বৈঠক মুলতবি রাখা হবে। ১৪ জুন (রবিবার) সম্পূরক বাজেটের ওপর আলোচনা হবে। এদিন থেকে প্রতিটি কার্যদিবস সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। ১৫ জুন (সোমবার) সম্পূরক বাজেটের ওপর আলোচনা, নির্দিষ্টকরণ সম্পূরক বিল পাস হবে। ১৬ জুন (মঙ্গলবার) ও ১৭ জুন (বুধবার) মূল বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। ১৮ জুন (বৃহস্পতিবার) থেকে ২১ জুন (রোববার) অধিবেশন মুলতবি থাকবে। [caption id="attachment_224389" align="alignnone" width="999"] বাজেট অধিবেশন ক্যালেন্ডার[/caption] ২২ জুন (সোমবার), ২৩ জুন (মঙ্গলবার) ও ২৪ জুন (বুধবার) বাজেটের ওপর আলোচনা হবে। ২৫ জুন (বৃহস্পতিবার) থেকে ২৮ জুন (রোববার) অধিবেশন মুলতবি থাকবে। ২৯ জুন (সোমবার) বাজেটের ওপর সমাপনী আলোচনা এবং অর্থবিল পাস হবে। ৩০ জুন (মঙ্গলবার) মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে বলে ক্যালেন্ডারে জানান হয়েছে। এর পরে মুলতবি দেয়া হবে দু ‘একদিন, এবং পরে ৮ জুলাই (বুধবার) অথবা ৯ জুলাই (বৃহস্পতিবার) অধিবেশন সমাপ্তি ঘোষণা করা হবে। এদিকে করোনা ভাইরাসের সংক্রমনের মধ্যে বাজেট অধিবেশনে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ও সংক্রমন প্রতিরোধ ব্যবস্থা। এ অধিবেশনের মাধ্যমে যাতে করোনাভাইরাস ছড়িয়ে না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী কার্যালয়ের নিরাপত্তা বিভাগ সংসদের কাছে ১২টি প্রস্তাব দিয়েছে। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৩ দফা সুপারিশ দেয়া হয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে এবং সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন পরিচালনার জন্য প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App