×

রাজধানী

যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন ১২৯ বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২০, ১০:০১ পিএম

যুক্তরাষ্ট্রে আটকে পড়া ১২৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। রবিবার (৭ জুন) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে নিয়ে বিমানটি অবতরণ করে।

কাতার এয়ারওয়েজের বিমানটি (কিউ আর ৩৪৫৮) স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।  যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী, উচ্চতর ডিগ্রি নিতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষক, দর্শনার্থী, পেশাজীবী ও ব্যবসায়ী রয়েছেন এই যাত্রীদের মধ্যে।

এর আগে গত ১৫ মে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ২৪২ বাংলাদেশিকে নিয়ে কাতার এয়ারওয়েজের প্রথম বিশেষ ফ্লাইট ওয়াশিংটন থেকে ঢাকা পৌঁছায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করলেও টিকিটের দাম যাত্রীরা পরিশোধ করেছেন। যারা ফিরছেন, তাদের চিকিৎসকের ছাড়পত্র (করোনা-নেগেটিভ) নিয়ে ঢাকা এসেছেন বলে জানায় বিমানবন্দর সূত্র জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App