×

আন্তর্জাতিক

প্যারিসে স্বাভাবিক জীবনে জমেছে ক্যাফের আড্ডা

Icon

nakib

প্রকাশ: ০৭ জুন ২০২০, ০৭:৫৪ পিএম

প্যারিসে স্বাভাবিক জীবনে জমেছে ক্যাফের আড্ডা

প্যারিসের ব্যস্ত ক্যাফে

প্যারিসে স্বাভাবিক জীবনে জমেছে ক্যাফের আড্ডা

জমেছে আড্ডা

ভয় কাটিয়ে ৮৮ বছর বয়স্ক ম্যাথিলডা বাইরে বেরিয়েছে। তবে নিজের পছন্দের ক্যাফেতে বসে দীর্ঘদিন পর আড্ডা দেয়াটা মোটেই সহজ ব্যাপার ছিলো না। এ সপ্তাহে ক্যাফেগুলো খুলে দেয়া হয়েছে। এর পরেই মানুষ সকালের সূর্যের হালকা তাপে বসে আড্ডা জমিয়ে দিয়েছে। এমন একটি সকালের জন্য অনেকদিন অপেক্ষায় ছিলেন তিনি। তবে মানুষের এ মিলনমেলায় এখন অনেক নতুন নিয়ম। বসার দূরত্ব, পরিচ্ছন্নতায় ভিন্নতা, সব জাগায় হ্যান্ড স্যানিটাইজার। অনেকে প্যারিসের বার ও রেস্টুরেন্ট খুলে দেয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। লকডাউনের সময় অচেনা শহরে পরিণত হয়েছিল প্যারিস। এখানের ঐতিহ্য হলো রাস্তার পাশের এসব ক্যাফেতে মানুষের ভিড়।তবে সে সময়টাতে দর্শনার্থী ছাড়া প্যারিস ও ভ্যানিস ছিল চির অচেনা শহর। [caption id="attachment_224425" align="alignnone" width="700"] জমেছে আড্ডা[/caption] প্যারিসের অনেক নাগরিক যারা লকডাউনের সময় বাসায় ছিলেন তারা আবারো রাজধানী মুখি হচ্ছেন। প্যারিস শুধু অর্থনৈতিক কেন্দ্র নয়, এটা ঐতিহ্যের ধারক একটি শহরও। আবার নতুন করে শুরু হচ্ছে এখানের প্রাণ চঞ্চলতা। উল্লেখ্য, ফ্রান্সে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে করানা ভাইরাসে এবং আক্রান্ত হয়েছেন প্রায় দেড় লাখের বেশি মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App