×

আন্তর্জাতিক

করোনায় প্রাণহানি ৪ লাখ ছাড়ালো

Icon

nakib

প্রকাশ: ০৭ জুন ২০২০, ০৬:০৯ পিএম

করোনায় প্রাণহানি ৪ লাখ ছাড়ালো

করোনা চিকিৎসা

করোনা ভাইরাসের প্রকোপে ভিন্ন এক বাস্তবতায় সারা বিশ্ব। এরই মধ্যে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে প্রতিনিয়ত। গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৫ দেশ ও অঞ্চলের প্রায় ৪ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হলেও মৃতের সংখ্যা কমে আসছে। তবে প্রতিনিয়ত আক্রন্ত আর মৃত্যু বাড়ছে ব্রাজিলে। দেশটি এখন শনাক্তের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় এবং মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ব্রাজিল। তাছাড়া ভারতে প্রতিনিয়ত আক্রান্ত বেড়ে এখন দিনে ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। ফলে দেশটি তালিকার ৬ষ্ঠ অবস্থানে চলে এসেছে। অন্যদিকে পাকিস্থান ও পেরু, উকুয়েডর, মেক্সিকোতেও বাড়ছে নতুন রোগীর সংখ্যা।

তবে মৃত্যুর মিছিল কোথায় গিয়ে থামে তা এখনো বলা যাচ্ছে না। সব কিছুর মধ্যেই জীবন স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App