×

জাতীয়

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২০, ১২:৪১ এএম

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

ছয় দফার দাবিতে আন্দোলন

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় একটি দিন ৭ই জুন। ১৯৬৬ সালের এইদিন বাঙালির মুক্তির সনদ ৬ দফা আদায়ের লক্ষ্যে হরতাল পালিত হয়। আওয়ামী লীগের ডাকে সেই হরতাল চলাকালে নিরস্ত্র জনতার ওপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ঢাকা এবং নারায়ণগঞ্জে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ ১১ জন শহীদ হন। সেদিনের সেই শহীদের রক্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সর্বত্র। রাজপথে নেমে আসে বাংলার মুক্তিকামী লাখো জনতা। ৬ দফা দাবির পক্ষে তীব্র গণ-আন্দোলনের সূচনা হয় দেশব্যাপী। পরাধীন বাঙালি জাতির সেই আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় উনসত্তরের গণ-অভ্যুত্থানের দিকে এগিয়ে যেতে থাকে। ঐতিহাসিক ৬ দফাভিত্তিক সেই নিয়মতান্ত্রিক আন্দোলনই ধাপে ধাপে বাঙালির স্বাধীনতার সংগ্রামে পরিণত হয়। এর আগে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক জাতীয় সম্মেলন ডাকা হয়। সেখানে পাকিস্তানি শাসন-শোষণ-বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬-দফা দাবি উত্থাপন করেন। এরপর ১১ ফেব্রুয়ারি ঢাকায় ফিরে বঙ্গবন্ধু ৬ দফার পক্ষে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করেন। ৬ দফা হয়ে ওঠে পূর্ব বাংলার শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির সনদ, সর্বোপরি বাঙালির মুক্তির সনদ। আজ সেই ৭ জুন। ঐতিহাসিক ছয় দফা দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। প্রতিবছর যথাযথ কর্মসূচির মাধ্যমে দিবসটি সাড়ম্বরে পালন করা হলেও এবার করোনা ভাইরাসের বিস্তারের কারণে সীমিত আকারে এবং ভিন্ন আঙ্গিকে দিবসটি পালিত হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঐতিহাসিক ৭ জুনের সব বীর শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App