×

খেলা

টাইগার উডসের জানা-অজানা নিয়ে ডকুসিরিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২০, ১২:৪৮ পিএম

টাইগার উডসের জানা-অজানা নিয়ে ডকুসিরিজ

টাইগার উডস/ফাইল ছবি

এ বছরের শেষের দিকে আমেরিকান কিংবদন্তি বক্সার টাইগার উডসকে নিয়ে ২ পর্বের একটি ডকু সিরিজ প্রকাশ করতে যাচ্ছে এইচবিও। ৪ ঘন্টার এই ডকু সিরিজটিতে জানা যাবে ৪৪ বছর বয়সী টাইগার উডসের জানা অজানা নানা তথ্য।

ডকু সিরিজটি নির্মান করা হচ্ছে সাংবাদিক আরমেন কেটেরিয়েনের বই ওয়ার্র্টস এন্ড অল বায়োগ্রাফি টাইগার উডসের আলোকে। এই বইটি লিখতে সাংবাদিক আরমেন টাইগার উডসের ঘনিষ্ট মোট ২৫০ জন লোকের সঙ্গে কথা বলে উডস সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করেন। এই ডকুসিরিজটির মাধ্যমে টাইগার উডসের বিশ্বের সেরা গলফার হওয়ার গল্প। আবার যৌন কেলেঙ্কারিতে জড়িতে হয়ে পরার বিশদ ধারণা পাবেন দর্শকরা। তাছাড়া তার ব্যক্তিগত জীবনের নানা দুঃখ্যজনক অধ্যায়ের ব্যপারেও জানতে পারবেন তার ভক্ত অনুরাগীরা।

এদিকে কয়েকদিন আগে নেটফ্লিক্স প্রকাশ করে আমেরিকান বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের উপর র্নিমিত ধারাবাহিক ডকুমেন্টারি সিরিজ। বিশ্বে সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড় হিসেবে পরিচিত মাইকেল জর্ডানের এই ডকুমেন্টারিটি বিশ্বের বহু মানুষ দেখেন। এখন এইচবিও এর কর্তৃপক্ষও আশা করছে টাইগার উডসের ডকুসিরিজটিও তেমনই জনপ্রিয়তা পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App