×

আন্তর্জাতিক

এবার উত্তেজনা কমবে ভারত-চীন সীমান্তে?

Icon

nakib

প্রকাশ: ০৬ জুন ২০২০, ০৫:৪৮ পিএম

এবার উত্তেজনা কমবে ভারত-চীন সীমান্তে?

লাদাখ সীমান্ত/ফাইল ছবি।

ভারত-চীন সীমান্তে গত কয়েক সপ্তাহ যাবৎ ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। সামরিক শক্তি বৃদ্ধির মধ্যেই হঠাৎ দেশ দুটি উত্তেজনা প্রশমনে উচ্চপর্যায়ের আলোচনায় সম্মত হয়। ফলে এক ভিডিও কনফারেন্সে বিরোধপূর্ণ লাদাখ সীমান্তে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছবে বলে সম্মত হয়।

শুক্রবার (৫ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দেশ দুটির এমন অবস্থানের কথা জানানো হয়। উত্তেজনা প্রশমনে দেশ দুটির সর্বোচ্চ সামরিক জেনারেলদের এক বৈঠকের পর এমন বিবৃতিতে আসলো। এর আগে গত মে মাসে ভারতীয় সীমান্তে চীনা সৈন্যরা তিনবার প্রবেশ করেছে বলে অভিযোগ করে ভারত। এর পরেই সীমান্তে শক্তি বৃদ্ধি করতে থাকে উভয় দেশ।

ভারতীয় কর্মকর্তারা জানান উভয় দেশ প্রথমে সীমান্তে মোতায়েন করা তাদের অতিরিক্ত সৈন্য প্রত্যাহারের বিষয়ে একমত হোন। উল্লেখ্য, এর আগে সীমান্ত বিরোধ নিয়ে ১৯৬২ সালে একই সীমান্তে দেশ দুটির মধ্যে এক সংক্ষিপ্ত রক্তক্ষয়ী যুদ্ধের ঘটনা ঘটেছিল। তবে উত্তেজনা প্রশমনে এ বৈঠক কতটা কার্যকরী হয় তা সামনের সময়ে বুঝা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App