×

সারাদেশ

‘করোনা নেগেটিভ’ চিকিৎসককে হেলিকপ্টারে ঢাকায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২০, ০৫:৪৩ এএম

‘করোনা নেগেটিভ’ চিকিৎসককে হেলিকপ্টারে ঢাকায়

ডা. নাহিদ সিরাজ

চৌগাছা উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাহিদ সিরাজকে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (৫ জুন) রাত ৮টায় একটি বিশেষ হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় পাঠানো হয়। যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. নাহিদ করোনাভাইরাসে আক্রান্ত বলে গত ৪ মে রিপোর্ট পাওয়া যায়। হোম কোয়ারেন্টাইনে থাকার পরে তিনি পরবর্তী পরীক্ষায় ৩০ মে করোনা নেগেটিভ হন। তবে গত ১ জুন তার শ্বাসকষ্ট শুরু হয়। ওই দিনই তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার ক্রমেই অবনতি হচ্ছিল। তাঁর শ্বাসকষ্ট বুকে ব্যথার সঙ্গে সঙ্গে শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। ডা.নাহিদ সিরাজ চৌগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামকে ফোন করে নিজের শারীরিক অবস্থার কথা জানান। জাহিদুল ইসলাম তখনই যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফকে ডা. নাহিদ সিরাজের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থার অনুরোধ জানান। ডা. নাহিদ সিরাজের জন্য যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডা. নাসির উদ্দিনকেও ফোন করেন তিনি। এরপরেই এমপি নাসির উদ্দিন ও যশোরের জেলা প্রশাসকের সার্বিক প্রচেষ্টায় সরকারি ব্যবস্থাপনায় হেলিকপ্টারে করে শুক্রবার রাত আটটায় তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App