×

আন্তর্জাতিক

অন্তঃসত্ত্বা হাতি হত্যায় গ্রেপ্তার ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২০, ০৬:২৩ পিএম

ভারতের কেরালা রাজ্যে অন্তঃসত্ত্বা হাতিকে বারুদভর্তি আনারস খাইয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) কেরালার বনমন্ত্রী হাতি হত্যার ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া ৪০ বছর বয়সী ব্যক্তিই বারুদ সরবরাহ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। বাকিদের ধরার চেষ্টা চলছে। গত বৃহস্পতিবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, ওই ঘটনায় তিন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। গত সপ্তাহে এক অন্তঃসত্ত্বা হাতি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ার পর বারুদভর্তি আনারস খেয়ে মারা যায়। জানা যায়, ওই হাতিকে স্থানীয় বাসিন্দারাই বারুদভর্তি আনারস খেতে দিয়েছিল। হাতিটির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। অনেকে বলছেন, ওই রাজ্যে বন্যপ্রাণী থেকে ফসল রক্ষার জন্য ফলের মধ্যে বিস্ফোরক ভরে টোপ হিসেবে ব্যবহার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App