×

আন্তর্জাতিক

নিসর্গর প্রথম থাবা মুম্বাইয়ে 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২০, ১০:১৩ এএম

মুম্বাই এর কাছে এসে ঘূর্ণিঝড় "নিসর্গ" আরো তীব্রতর হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরব সাগর পেরিয়ে ভারতের অন্যতম উপকূলিয় শহর মুম্বাই এর দিকে অগ্রসর হচ্ছে বছরের প্রথম ঘূর্ণিঝড় "নিসর্গ" দক্ষিণ-পশ্চিম থেকে আগত ঘূর্ণিঝড়টি ১৮৯১ সালের পর স্থলভূমিতে আছরে পরা ঘূর্ণিঝড় গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বলেই ধারণা করা হচ্ছে। ভারতের সর্বাধিক জনবহুল ও আর্থিক রাজধানী ইতিমধ্যে করোনার প্রাদুর্ভাবে নাজেহাল হয়ে পরেছে। এরি মধ্যে ভারতের স্থানীয় সময় রাত ৮.৩০টায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি মুম্বাই থেকে ২১৪ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং শক্তি অর্জন করছে। এটি ১৩ কিলোমিটার গতিতে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে । স্থানীয় প্রশাসন জানিয়েছে উপকূলের নিকটবর্তী ছোট কাঁচা ঘর বাড়ি থেকে মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে। এবং তাদের বাড়িঘর ও আসবাবপত্রের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকলকে তাদের মূল্যবান জিনিসপত্র পানি প্রবেশ করেনা এমন জায়গায় রাখতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় আমফান ভারতের পূর্ব উপকূলে আঘাত হানার দু'সপ্তাহ পরে এই ঝড়টি আঘাত হানছে। পূর্ব ভারত ও বাংলাদেশের উভয়দিকে আমফানের তাণ্ডবে ৮৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। সুত্র: বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App