×

রাজধানী

করোনার উপসর্গে আরেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২০, ০৪:৫৩ পিএম

করোনার উপসর্গে আরেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রূপালী ব্যাংক।

করোনার উপসর্গ নিয়ে রূপালী ব্যাংক ফকিরাপুল শাখার অফিসার (ক্যাশ) মিজানুর রহমান (৫৬) মারা গেছেন। বুধবার (৩ জুন) বিকেল সোয়া ৪টার দিকে দিকে তিনি মারা যান। রূপালী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৫ মে  প্রাণঘা‌তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহিদুল ইসলাম খান মারা যান। মৃত্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৪৯ বছর।

জানা গেছে, এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৯ ব্যাংকারের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ১০০ জনের বেশি প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রামিত হয়েছেন।

এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের করোনায় আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী। উপসর্গ দেখা দিয়েছে শতাধিক কর্মীর। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা।

এদিকে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকটি ব্যাংকের পরিচালক। এর মধ্যে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ রয়েছেন। তিনি শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক।

এছাড়া করোনায় আক্রান্ত মিউচু্যয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী, আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু এবং সর্বশেষ নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সপরিবারে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App