×

পুরনো খবর

মোরশেদ খান গর্হিত অপরাধ করেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২০, ০১:২১ পিএম

মোরশেদ খান গর্হিত অপরাধ করেছেন
দুর্নীতি দমন কমিশনের নিষেধাজ্ঞা থাকার পরও জামিনে থাকা সাবেক মন্ত্রী এম মোরশেদ খানের বিদেশ যাওয়াকে গর্হিত অপরাধ বলে মনে করছেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, এম মোরশেদ খান, তার স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে, যা চলমান। এ অবস্থায় ২০১৯ সালের ১০ জুন এবং চলতি বছরের ২৬ মে দুর্নীতি দমন কমিশন তাদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা জারি করে। ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অবহিত করে। নিষেধাজ্ঞার দু’দিনের মাথায় কিভাবে দেশ ত্যাগ করলেন সেটি সন্দেহের উদ্রেক করে। খুরশীদ আলম খান বলেন, নিষেধাজ্ঞার পরও এম মোরশেদ খান কিভাবে দেশ ত্যাগ করলেন ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা উচিত। বিষয়টি গুরুত্বসহকারে দেখা দরকার। তবেই আসল সত্য বেরিয়ে আসবে। দুদকের আইনজীবী বলেন, এম মোরশেদ খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলা আপিল বিভাগে পেন্ডিং। যে মামলায় তাদের সাজা দিয়েছিলেন বিশেষ আদালত। হাইকোর্ট এ মামলায় খালাস দিলে দুর্নীতি দমন কমিশন আপিল করে। আপিলে লিভ গ্র্যান্ট হয়। এখন মামলাটি আপিল বিভাগে বিচারাধীন। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের একটি মামলা পেন্ডিং। যে মামলায় হাইকোর্ট তাকে আদেশ দিয়েছিলেন নিম্ন আদালতে আত্মসমর্পণ করার জন্য। তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। জামিন নিয়ে আদালতকে অবহিত না করে বিদেশ যাওয়া গর্হিত অপরাধ। নিয়মিত আদালত খুললে বিষয়টি আদালতের নজরে আনা হবে। গত শুক্রবার একটি বিদেশি এয়ারলাইন্স কোম্পানির চার্টার্ড ফ্লাইটে (ভাড়া করা বিমান) করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মোরশেদ খান ও তার স্ত্রী। ফ্লাইটে যাত্রী ছিলেন কেবল তারা দু’জনই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App