×

অর্থনীতি

দ্বিতীয় দিনে সূচকের ব্যাপক দরপতন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২০, ০৩:৫৭ পিএম

দ্বিতীয় দিনে সূচকের ব্যাপক দরপতন

নিম্নমুখী শেয়ারবাজার

দুইমাসের বেশি সময় বন্ধ থাকার পর গত রবিবার (৩১ মে) খুলেছে শেয়ারবাজার। প্রথমদিনের যাত্রাটা ভালোই ছিল। তবে দ্বিতীয় দিনে সোমবার (১ জুন) মুখ থুবড়ে পড়েছে বাজার। আজ দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বা ১.৫০ শতাংশ কমেছে। তবে সোমবার ডিএসইতে লেনদেন বেড়েছে।

সোমবার ডিএসই প্রধান সূচক ৬০ পয়েন্ট কমে ৩ হাজার ৯৯৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৭ পয়েন্টে নেমে যায়। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট কমেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৭ টি কোম্পানির ৪ কোটি ৪৯ লক্ষ ৪৫ হাজার ৩৫৪ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৭টির, দর কমেছে ৭০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৩০টির।

ডিএসইতে ১৯৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৪ কোটি ৪৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১৪৩ কোটি ২৯ লাখ টাকার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, বেক্সিমকো, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, সিলভা ফার্মাসিউটিক্যালস, মুন্নু সিরামিক, ওরিয়ন ফার্মা, সেন্ট্রাল ফার্মা এবং বাংলাদেশ সাবমেরিন কেবল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ফনিক্স ফাইন্যান্স, দেশ গার্মেন্টস, বেক্সিমকো ফার্মা, পিএফ ফার্স্ট মি.ফা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন কেবল, ইন্দো-বাংলা ফার্মা, হামিদ ফেব্রিক্স ও এসিআই ফরমুলেশন্স।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- আইসিবি ইসলামী ব্যাংক, মিথুন নিটিং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেনটাইল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্কয়ার ফার্মা, এনসিসি ব্যাংক, এবি ব্যাংক ও মতিন স্পিনিং।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ১২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ২৭টির দর বেড়েছে, কমেছে ৩৪টির আর ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App