×

জাতীয়

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদকব্যবসায়ী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২০, ১১:২৩ এএম

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে নুরুল হক (২৫) নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (০১ জুন) ভোরে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।

নিহত নুরুল হক কক্সবাজারের উখিয়ার কুখ্যাত মাদকব্যবসায়ী। তিনি ইয়াবার চালানসহ গাজীপুর এলাকায় এসেছিলেন।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, ট্রাকযোগে মাদকের একটি বড় চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে কাশিমপুরের তেতুইবাড়ী এলকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র‌্যাব-১। একপর্যায়ে একটি ট্রাক এলে চেকপোস্টে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি চেকপোস্ট এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ট্রাকে অবস্থানরত অস্ত্রধারী কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ট্রাক ফেলে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে একজন মৃত্যু অবস্থায় পাওয়া যায়। পরে নিহত ব্যক্তি কক্সবাজারের কুখ্যাত মাদকব্যবসায়ী নুরুল হক (২৫) বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান এএসপি কামরুজ্জামান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App