×

আন্তর্জাতিক

সুনামির মতো প্রতিবাদ, জ্বলছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২০, ০৯:৪৪ পিএম

সুনামির মতো প্রতিবাদ, জ্বলছে যুক্তরাষ্ট্র

রাবার-বুলেট, কাঁদানে গ্যাসে রণক্ষেত্র।

সুনামির মতো প্রতিবাদ, জ্বলছে যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউস চত্বরে বিক্ষোভকারীরা।

সুনামির মতো প্রতিবাদ, জ্বলছে যুক্তরাষ্ট্র
সুনামির মতো প্রতিবাদ, জ্বলছে যুক্তরাষ্ট্র

বিক্ষোভে জ্বলছে যুক্তরাষ্ট্র

সুনামির মতো প্রতিবাদ, জ্বলছে যুক্তরাষ্ট্র

বিক্ষোভে বাধা দিচ্ছে পুলিশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানি থামাতে পারল না হাজার হাজার বিক্ষোভকারীকে। কৃষ্ণাঙ্গ হত্যার কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদের ঢেউ যেন সুনামির মতোই আছড়ে পড়ল হোয়াইট হাউসের দরজায়। মিনেসোটা রাজ্যের মিনিয়াপলিসে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে ষষ্ঠ দিনেও সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই বিক্ষোভে সাদা-কালোর ভেদ নেই। প্রতিবাদে একসঙ্গেই গলা মিলিয়েছেন শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গরা। বিভিন্ন শহরে অন্তত ১৪শ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

এদিকে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে নিরাপত্তার জন্য ভূগর্ভস্থ বাংকারে ঘন্টাখানেকের জন্য আশ্রয় নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবার। ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারি করেছেন শহরের মেয়র। সংঘবদ্ধ একটি চক্র সেখানে অরাজকতা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

[caption id="attachment_223550" align="aligncenter" width="700"] বিক্ষোভে বাধা দিচ্ছে পুলিশ[/caption]

আরও কয়েকটি অঙ্গরাজ্যের বেশ কটি শহরে কারফিউ জারি করা হয়েছে। তবে নিউইয়র্কের টাইমস স্কয়ারে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে কয়েক হাজার বিক্ষোভকারী।

এদিকে মিনিয়াপলিসে বিক্ষোভকারীদের ওপর ট্রাক তুলে দেয়ার ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করে বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা।

[caption id="attachment_223546" align="aligncenter" width="800"] বিক্ষুব্ধরা[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App