বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন। সোমবার (০১ জুন) বিকালে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (১ জুন) বিকেল ৩টায় মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে কমিশনাররাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন এবং করোনা ভাইরাস পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।