×

জাতীয়

স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর কাছে বিশিষ্টজনের স্বারকলিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২০, ০৫:০৭ পিএম

স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর কাছে বিশিষ্টজনের স্বারকলিপি
বিদ্যমান দূর্যোগকালীন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমন, নারী নির্যাতন, জমি দখল, নাগরিক হয়রানি ও সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে স্বারকলিপি দিয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন নাগরিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। প্রতিবাদ জানানোর পাশাপাশি তারা এসব ঘটনার সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে। রবিবার (৩১ মে) সকালে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হকের সাথে যৌথ স্বাক্ষরে এই স্বারকলিপি দেয়া হয়। এই স্মারকলিপিতে যারা স্বাক্ষর করেছেন তারা হলেন, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এড. সুলতানা কামাল, আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ নিজামুল হক, বিশিষ্ট মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেন, টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, নারী নেত্রী ও নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং এইচ.ডি.আর.সি’র অবৈতনিক উপদেষ্টা ড. আবুল বারাকাত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এড. রাণা দাশগুপ্ত, রিবে’র নির্বাহী পরিচালক ড. মেঘনা গুহঠাকুরতা, ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এড. জেড. আই. খান পান্না, বেলা’র প্রধান নির্বাহী এড. সৈয়দা রিজওয়ানা হাসান, আদিবাসী ফোরামে’র সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সামাজিক আন্দোলনের সহ-সভাপতি এড. তরারক হোসাইন, অর্পিত সম্পত্তি প্রতিরোধ আন্দোলনের এড. সুব্রত চৌধুরী এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ এবং এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App