×

রাজধানী

পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২০, ০৫:১০ পিএম

পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করছে

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রেলমন্ত্রী। ছবি: ভোরের কাগজ।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ট্রেন চলাচল স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালানো যায়। তদারকি করা হচ্ছে। তবে যাত্রীদেরও দায়বদ্ধতা রয়েছে, যাতে তারা স্বাস্থ্যবিধি মেনে ট্রেন ভ্রমণ করেন।

রবিবার (৩১ মে) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে গণমাধ্যমকে একথা বলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, জীবন প্রত্যেকের। সবার দায়িত্ব নিজেকে সুরক্ষা রাখা। আমরা আমাদের কোনো ঘাটতি থাকে, সেটা আমরা পূরণ করবো। সরকার ১৫ দিন দেখবে গণপরিবহন চলাচলের ফল। সেটা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী বলেন, রেল পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলছে। চুল পরিমাণও কোনো ঘাটতি নেই। যাত্রীরাও নিজেদের সুরক্ষা করবেন। মাস্কসহ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এসময় রেলের মহাপরিচালক মো, শামসুদ্দীন, এডিজি অপারেশন মিয়া জাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App