×

ফুটবল

করোনায় প্রথম ফুটবলারের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২০, ০২:০৯ পিএম

করোনায় প্রথম ফুটবলারের মৃত্যু

মাঠে বল গড়িয়ে খুব একটা পরিচিতি না পেলেও জীবন দিয়ে পরিচিতি পেলেন বিলিভিয়ান ফুটবলার ডেইভার্ট ফ্রান্স রোমান গুজম্যান। করোনার থাবায় প্রথম কোনো ফুটবলার হিসেবে মৃত্যুবরণ করলেন এই ফুটবলার। তার মারা যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে বলিভিয়ান ফুটবল ফেডারেশন (এফবিএফ)।

নিজেদের অফিসিয়াল টুইটার পেজে গুজম্যানের ছবি পোস্ট করে এফবিএফ প্রেসিডেন্ট অ্যাঙ্গেল সুয়ারেস লিখেছেন, ‘ডেইভার্ট রোমান গুজম্যানের বন্ধুজন এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে বলিভিয়ান ফুটবল ফেডারেশন। এই কঠিন সময়ে ঈশ্বর তাদের শক্তি দিক।’

ফুটবল দুনিয়ায় তার তেমন একটা পরিচিতি নেই। ২৫ বছর বয়সী গুজম্যান খেলতেন বিশ্ববিদ্যালয়ের দল বেনি’তে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ফুটবলার হিসেবে মারা যাওয়া গুজম্যান বলিভিয়ার বয়সভিত্তিক জাতীয় দলেও খেলেছেন। দেশটির শীর্ষ ফুটবল ক্লাব ন্যাশিওনাল পোতোসি’তেও যোগ দেওয়ারও কথা ছিল তার। কিন্তু ক্যারিয়ার নিম্নমুখি হওয়ায় তা আর সম্ভব হয়নি।

বলিভিয়ান প্রেস জানিয়েছে, গুজম্যান তার বাবা বেলিসারিও রোমান, চাচা লুইস কারমেলো রোমানের সঙ্গে এক ঘরে থাকতেন। যারা এর আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান।ৃ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App