×

আন্তর্জাতিক

করোনার সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন ডা. জিয়াউদ্দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২০, ১২:১৫ পিএম

করোনার সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন ডা. জিয়াউদ্দিন

ডা. কাজী জিয়াউদ্দিন আহমেদ

দীর্ঘ দুমাস ধরে কোভিড-১৯ এর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন ডা. কাজী জিয়াউদ্দিন আহমেদ। বাংলাদেশ সময় রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটন আইল্যান্ড বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী তার ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি আরো উল্লেখ করেছেন, ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমি ডা. জিয়ার তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতায় সবুজমতি ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি এবং সবুজমতি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠা করি। ১৯৯৮ সালের দীর্ঘস্থায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক সহায়তায় তাঁর নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম সর্বদা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করবো। ২০০৫ সালে তিনি পরিবারসহ আমেরিকায় নতুন জীবন শুরু করেন। নিউইয়র্ক স্কুল ফর মেডিকেল এন্ড ডেন্টাল অ্যাসিস্টেন্টস প্রতিষ্ঠানে তিনি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ডা. কাজী জিয়াউদ্দিন আহমেদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন সাবের হোসেন চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App