×

শিক্ষা

এবার জিপিএ-৫ বেড়েছে ৩০ হাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২০, ১২:৩৯ পিএম

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থী। পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। গতবছর পাসেরর হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। গেল বারের চেয়ে এবার পাসের হার বেড়েছে দশমিক ৬৭ শতাংশ। এছাড়া গেল বছরে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। তবে এবার ৩০ হাজার ৩০৪ জন বেড়ে হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮। গতবারের তুলনায় এবছর পাস ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এর আগে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেখানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলেমেয়েরা মেধাবী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App