×

শিক্ষা

এবার করোনায় প্রাণ গেল ঢাবি অধ্যাপকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২০, ১১:৫৯ পিএম

এবার করোনায় প্রাণ গেল ঢাবি অধ্যাপকের

অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ।

রবিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজধানীল গ্রীন লাইফ হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

জানা যায়, অধ্যাপক শাকিল উদ্দিন আহমদের করোনা নিশ্চিত হওয়ার পর তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছিল। কিন্তু, এর পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, এর আগে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের আরেক শিক্ষক করোনা ভাইরাসে আক্রান্ত হন। এ ঘটনার ফলে বিশ্ববিদ্যালয় এলাকার উত্তর ফুলার রোডের শিক্ষক কোয়ার্টার লকডাউন করে দেয়া হয়েছিল। আর আক্রান্ত ওই শিক্ষক বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App