চার শর্ত মেনে শুটিংয়ে ফিরল বিএফডিসি

আগের সংবাদ

লঞ্চ চলাচল শুরু, হাত ধুতে নারাজ যাত্রীরা

পরের সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত প্রযোজক ইকবাল

প্রকাশিত: মে ৩১, ২০২০ , ৮:০৭ অপরাহ্ণ আপডেট: মে ৩১, ২০২০ , ৮:০৮ অপরাহ্ণ

এবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢালিউডের তরুণ প্রযোজক মোহাম্মদ ইকবাল হোসেন জয়। দুর্ঘটনায় তার বাম হাত ও বাম পা ভেঙ্গে গেছে। তিনি বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন।

প্রযোজক ইকবাল ভোরের কাগজকে বলেন, শনিবার (৩০ মে) রাতে মোটরসাইকেল করে বাসায় ফেরার সময় গুলশানে এই দুর্ঘটনা ঘটে। এতে আমার বাম হাত ও বাম পা ভেঙ্গে গেছে। গত রাতের চেয়ে আজ রবিবার একটু ভালো অনুভব করছি। ডাক্তার বিশ্রামে থাকতে বলেছেন। দু-একদিনের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবো।

উল্লেখ্য, মোহাম্মদ ইকবাল ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘শুটার’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’সহ বেশকিছু সিনেমা প্রযোজনা করেছেন।

এমএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়