×

আন্তর্জাতিক

শেষ দেখাটাও হচ্ছে না, লিবিয়াতেই দাফন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২০, ০১:১৬ পিএম

শেষ দেখাটাও হচ্ছে না, লিবিয়াতেই দাফন

মিজদাহ শহরে নিহতদের লাশ

লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত বাংলাদেশিদের মুখ শেষবারের মতো দেখাটা হলো না স্বজন প্রিয়জনদের। দেশে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। করোনা মহামারির মধ্যে লাশও আনাও অনিশ্চিত। লিবিয়ার মিজদাহ শহরেই নিহতদের অনেককে কবর দেয়া হয়েছে। স্থানীয় একাধিক বাংলাদেশি এ তথ্য নিশ্চিত করেছেন।

লিবিয়ায় প্রবাসী বাংলাদেশের অনেকে জানিয়েছেন, মরদেহগুলো পঁচে গন্ধ হয়ে যাচ্ছিল। তার ওপর লিবিয়ায় যুদ্ধাবস্থা চলমান থাকায় এবং হামলাকারী লিবিয়ান ওই গোষ্ঠী চরম বিক্ষুব্ধ হয়ে থাকায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সেখানে যেতে পারেননি। হামলাকারীরা অন্য বাংলাদেশিদেরও খুঁজছে বলে জানান তারা। সে কারণে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্কও রয়েছে।

তবে নিহত বাংলাদেশিদের স্থানীয়ভাবে দাফন করার বিষয়ে বাংলাদেশ দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনোকিছু বলা হয়নি। যদিও আগের দিন শুক্রবার দুপুরে দেয়া বিবৃতিতে মরদেহগুলো মিজদাহ হাসপাতালের মর্গে সংরক্ষণের ব্যবস্থার কথা জানায় মন্ত্রণালয়।

এদিকে বেনগাজীর বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক জানিয়েছেন, লিবিয়ার দক্ষিণাঞ্চলের অবস্থা ভালো নয়। পরিস্থিতি এত খারাপ যে, এখনও অক্ষত অবস্থায় পালাতে সক্ষম হওয়া বাংলাদেশিকে উদ্ধার করা সম্ভব হয়নি। হামলাকারীরা জীবিত বাংলাদেশিদের অবস্থান জেনে যাওয়ায় ওই অঞ্চলে থমথমে পরিবেশ বিরাজ করছে। আশ্রয়দাতাসহ অনেকেই হুমকির মুখে থাকাতে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App