×

রাজনীতি

মারা গেলেন সাবেক সাংসদ আবু সাঈদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২০, ০৮:২০ পিএম

মারা গেলেন সাবেক সাংসদ আবু সাঈদ

সাবেক সাংসদ আবু সাঈদ।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে শংকরপুর এলাকার বেসরকারি গ্রিন ড্রিম লিমিটেড (জিডিএল) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, আবু সাঈদ যশোর সদর উপজেলার পদ্মবিলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। একইসঙ্গে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি জামায়াতে ইসলামী যশোর পশ্চিম জেলা শাখার নায়েবে আমিরের দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও অনুসারী রেখে গেছেন। তাকে ঝিকরগাছার বাঁকড়ায় গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

জিডিএল হাসপাতালের পরিচালক আবু ফয়সাল জানান, ডাক্তার ফাইয়াজ আহমেদ ফয়সাল রোগী আবু সাঈদকে বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করে জানান, বেশকিছু সময় আগেই তার মৃত্যু হয়েছে। তবুও তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পরিবার-সদস্যরা তাকে আর জেনারেল হাসপাতালে না নিয়ে ঝিকরগাছার গ্রামের বাড়িতে চলে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App