×

রাজনীতি

বাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রবিবার মানববন্ধন-বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২০, ০৭:৪৩ পিএম

বাসের ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধি করার সরকারের সিদ্ধান্ত অন্যায় ও অযৌক্তিক। তাই ভাড়াবৃদ্ধির এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে এবং এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে রবিবার (৩১ মে) সকাল সাড়ে এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে শারীরিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

বাম গণতান্ত্রিক জোট মনে করে করোনা সংক্রমণের পিক সময়ে যখন সংক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন গণপরিবহন চলাচলের অনুমতি দিয়ে সরকার জনগণকে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে। এর সঙ্গে গণপরিবহনের ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত করোনাকালে জনগণের উপর মরার উপর খাড়ার ঘা এর শামিল।

মানববন্ধন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সফল করার জন্য বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App