×

খেলা

বার্সার ক্ষতি করবে ফুটবলের নতুন নিয়ম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২০, ০৭:৩০ পিএম

বার্সার ক্ষতি করবে ফুটবলের নতুন নিয়ম

বার্সা কোচ কুইক সেতিন।

ফুটবল খেলায় আগে ৩ জন খেলোয়াড় অদল বদল করা যেতো। কিন্তু করোনা ভাইরাসের কারণে এখন ৩ জনের বদলে ৫ জন খেলোয়াড়কে একটি ম্যাচে অদল বদল করার অনুমতি পেয়েছে ফুটবল দলগুলো। আর ফুটবলের এই নতুন নিয়ম বার্সেলোনার জন্য ক্ষতির কারণ হবে বলে মনে করেন কোচ কুইক সেতিন। তার মতে বার্সা যে ধরনের ফুটবল খেলে তার সাথে তা সাংঘর্ষিক।

এ ব্যাপারে সেতিন বলেন, ‘আমি ঠিক জানি না পাঁচ বদলি খেলোয়াড়ের নিয়ম আমাদের জন্য সহায়ক হবে নাকি খারাপ হবে। তবে আমি মনে করি এটি আমাদের জন্য খারাপই হবে। আমরা জানি যে শেষ মূহুর্তে গিয়ে আমরা অনেক ম্যাচের ফলাফল বের করি। আর প্রতিপক্ষকে যদি এই সময়টায় নতুন খেলোয়াড় নামানোর সুযোগ দেয়া হয় তাহলে আমাদের জন্য ক্ষতিই হবে। তবে এটি আবার বিশেষ সময়ে আমাদের জন্যও কাজে দেবে। এটি বোঝাটা একটি কস্টসাধ্য ব্যপার। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।’

আগামী ১১ জুন থেকে লা লিগা ফের শুরু করার সিদ্ধান্ত নিয়েছে লা লিগার কর্তৃপক্ষ। আর সেতিনের কাছে মনে হচ্ছে যে সব খেলোয়াড়কে একসঙ্গে নিয়ে অনুশীলন করার জন্য সময় খুব কম পেয়েছেন তিনি।

সেতিন বলেন, ‘আমি মনে করেছিলাম গ্রুপ হিসেবে আমরা একসঙ্গে কাজ করার জন্য আরো বেশি সময় পাবো। কিন্তু তা আর হলো না। তবে এখন একটাই চাওয়া যেন ইনজুরির কবলে কম পরি আমরা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App