×

আন্তর্জাতিক

গলায় হাঁটুর চাপে কৃষ্ণাঙ্গ নাগরিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২০, ০৮:০১ পিএম

গলায় হাঁটুর চাপে কৃষ্ণাঙ্গ নাগরিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গ্রেফতার করে তার গলায় হাঁটু দিয়ে চেপে তাকে রাস্তায় ফেলে রেখেছিলেন এক পুলিশকর্মী। এভাবে প্রায় পাঁচ মিনিট থাকেন ওই পুলিশকর্মী। গলায় হাঁটুর চাপে মৃত্যু হয় ওই ব্যক্তির। এই ঘটনার ভিডিও সামনে আসতেই প্রতিবাদ শুরু হয় ওই পুলিশকর্মীর বিরুদ্ধে। অবশেষে তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আমেরিকার মিনেসোটার মিনেপলিসে। জর্জ ফ্লয়েড নামের এক আফ্রিকান-আমেরিকানকে আটক করার সময় এভাবে তার গলায় হাঁটু দিয়ে চেপে ধরেন ডেরেক চাউভিন নামের এক পুলিশকর্মী। সোমবার ঘটে এই ঘটনা। জর্জের মৃত্যুর পর চাউভিন ছাড়া আরও তিন পুলিশকর্মীকেও সাসপেন্ড করা হয়েছে।

৪৬ বছর বয়সী জর্জের মৃত্যুর পর প্রতিবাদ শুরু হয় শহরজুড়ে। চাউভিনের গ্রেফতারির পর অবশ্য বিক্ষোভ থেমেছে।

ভিডিওতে দেখা যায়, জর্জ বারেবারে কাকুতি মিনতি করছেন, যে তিনি শ্বাস নিতে পারছেন না। তাতেও চাউভিনের কোনও হেলদোল দেখা যায়নি। কিছুক্ষণ পরে অচেতন হয়ে পড়েন জর্জ। তারপরেই তাঁর মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App