×

খেলা

রোনালদোদের খেলা শুরু হচ্ছে ২০ জুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২০, ০৭:০৬ পিএম

করোনা ভাইরাসের কারণে গত ৮ মার্চ স্থগিত করে দেয়া হয় ইতালির ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা সিরি আ। তবে ৩ মাসেরও অধিক সময় পর আগামী ২০ জুন থেকে ফের শুরু হতে যাচ্ছে সিরি আ। ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরা জানিয়েছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশন ও সিরি আর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

আর ২০ আগস্টের মধ্যে লিগ শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে । কারণ এরপর ১ সেপ্টেম্বর থেকে ২০২০-২১ মৌসুমের খেলা শুরু করার জন্য দিনক্ষণ ঠিক করে রেখেছে ইতালির ফুটবল ফেডারেশন।

অবশ্য ইতালিতে পেশাদার ফুটবল শুরু হয়ে যেতে পারে আগামী ১৩ জুন থেকেই। কারণ ১৩ জুন কোপা ইতালিয়ার সেমিফাইনাল ম্যাচ আয়োজন করতে চাইছে ইতালির ফুটবল ফেডারেশন। যদিও ১৪ জুন পর্যন্ত ইতালিতে সবধরনের খেলাধুলা নিষিদ্ধ আছে। তবে ইতালির ক্রীড়ামন্ত্রী নিজেই জানিয়েছেন ২০ জুন সিরি আ শুরুর আগে কোপা ইতালিয়া শেষ করতে পারলে বেশ ভালো হবে। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ জুনই কোপা ইতালিয়ার ম্যাচ দেখার মাধ্যমে ফের ইতালিয়ান ফুটবল দেখতে পারবেন হয়তো সমর্থকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App