×

জাতীয়

রেড ক্রিসেন্টকে ২৮ হাজার পিপিই দিল নোভারটিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২০, ০৮:৫৭ পিএম

রেড ক্রিসেন্টকে ২৮ হাজার পিপিই দিল নোভারটিস
করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২৮ হাজার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই দিয়েছে বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভারটিস (বাংলাদেশ) লিমিটেড। এসবের মধ্যে রয়েছে মেডিক্যাল গ্রেড এন-৯৫ মাস্ক, গ্লোভস, গগলস, পোষাক ইত্যাদি। যার মূল্য প্রায় ২ কোটি ২৭ লাখ টাকা। দেশে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের চিকিৎসকদের মধ্যে এসব বিতরণ করা হবে। গত বুধবার সুইস রেড ক্রস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদের কাছে পিপিইগুলো তুলে দেন নোভারটিস এর ব্যবস্থাপনা পরিচালক ডা. রিয়াদ মামুন প্রধানী। এ সময় সুইস রেডক্রস এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অমিতাভ শর্মা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহ উদ্দিন, ডেপুটি সেক্রেটারি রফিকুল ইসলাম, কান্ট্রি হেড অফ সান্ডোজ পাওলো আগবোতনু, নোভারটিসের হেড অফ পাবলিক অ্যাফেয়ার্স শেখ আব্দুল গনি, পরিচালক (অর্থ) ফাহমিদ ওয়াসিক আলী, হেড অফ টঙ্গী প্ল্যান্ট মশিউল ইসলাম, হেড অফ লিগ্যাল সুমাইয়া সাদিয়া হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App