×

খেলা

রাশিয়ায় দশ ভাগ দর্শক স্টেডিয়ামে প্রবেশ করবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২০, ০৮:৫১ পিএম

রাশিয়ায় দশ ভাগ দর্শক স্টেডিয়ামে প্রবেশ করবে
ইউরোপের অন্য অন্য লিগগুলোর মতো রাশিয়ায়ও শুরু হয়েছে ফুটবল ফেরানোর তোড়জোড়। আগামী ২১ জুন নিজেদের ফুটবল লিগ চালু করার একটি সময়সীমাও নির্ধারণ করেছে তারা। গত ১৬ মে ইউরোপে সর্বপ্রথম শুরু হয় জার্মান বুন্দেসলিগা। কিন্তু জার্মানিতে দর্শক ছাড়াই লিগ শুরু হয়েছে। তাছাড়া স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইতালিয়ান সিরি আ জুন মাসে শুরু করার জন্য তারিখ নির্ধারণ করেছে। জার্মান বুন্দেসলিগার মতো এই লিগগুলোও তাদের ম্যাচগুলোতে কোনো দর্শককে প্রবেশ করতে দেবে না। তবে এর ব্যতিক্রম দেখা যাবে রাশিয়ান লিগে। এখানে প্রতিটি ক্লাব তাদের স্টেডিয়ামের ধারণক্ষমতার ১০ ভাগ দর্শককে মাঠে আনতে পারবে। মানে যদি কোনো স্টেডিয়াম যদি ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার হয় তাহলে সেখানে ৫ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবে। এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। মাঠে খেলা ফেরানোর জন্য দেশটির ফুটবল ফেডারেশন একটি পরিকল্পনা তৈরি করেছে। আর সেখানেই তারা স্টেডিয়ামে ১০ ভাগ দর্শককে রাখার জন্য মতামত দিয়েছে। এবং রাশিয়ার সরকার এটির ব্যপারে অনুমোদনও দিয়েছে। দেশটির উপ প্রধানমন্ত্রীও এক বিবৃতিতে জানিয়েছেন খুব শীগ্রই আবার তার দেশে দর্শকদের চিৎকারে প্রকম্পিত হবে স্টেডিয়ামগুলো। এদিকে স্টেডিয়ামে দর্শকদের আনার ব্যপারটি পুরোটাই দেখভালো করবে দেশটির ফুটবল ক্লাবগুলোই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App