×

রাজনীতি

দুমাসের লকডাউন বৃথা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২০, ১০:০০ পিএম

দুমাসের লকডাউন বৃথা

আ স ম আব্দুর রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকারের ‘একলা চলো নীতি’ করোনার ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী। তিনি বলেন, ছুটির মূল উদ্দেশ্য ছিল করোনার বিস্তার রোধ করা। সে কাজটি গত দু'মাসে মোটেই সঠিকভাবে সম্পাদন করা হয়নি। এক কথায় গত দু'মাসের লকডাউন বৃথা গিয়েছে।

এর মূল কারণ হলো, জাতিকে করোনা মোকাবিলায় উদ্বুদ্ধ করা যায়নি, জাতিকে এ জন্য ঐক্যবদ্ধও করা হয়নি।লকডাউনের কোনও মূল্যায়ন না করেই সরকার অবিবেচকের মতো সিদ্ধান্ত গ্রহণ করছে। লকডাউন বা ছুটির মূল উদ্দেশ্য সফল হয়েছে কিনা, সরকারকে তার ব্যাখ্যা দিতে হবে। এর জন্য জাতিকে চরম মাশুল দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার (২৯ মে) বিকালে রাজনৈতিক সচিব গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী স্বাক্ষরিত বিবৃতিতে রব এসব কথা বলেন।

আ স ম রব বলেন, ‘দেশবাসী প্রতিদিন প্রত্যক্ষ করছে দেশে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যা। এটা এখন শুধু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত জনসাধারণের মধ্যেই সীমাবদ্ধ নেই; উচ্চবিত্ত, শিল্পপতি কেউই রেহাই পাচ্ছেন না। করোনার ঊর্ধ্বগতিতে দেশবাসী আতঙ্কগ্রস্ত। করোনা সংক্রমণ বিস্তার রোধ না করতে পারলে পরিস্থিতি ভয়াবহ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App