×

আন্তর্জাতিক

খাঁচা পরিষ্কারে গিয়ে সিংহের থাবায় চিড়িয়াখানা কর্মী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২০, ০৬:৪৫ পিএম

খাঁচা পরিষ্কারে গিয়ে সিংহের থাবায় চিড়িয়াখানা কর্মী

প্রতীকি ছবি

করোনা সংক্রমণের ভয়ে গত ২৫ মে থেকে বন্ধ আছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের শোয়ালহ্যাভেন জু। শুক্রবার চিড়িয়াখানার এক নারী কর্মী সিংহের খাঁচা পরিষ্কার করতে ঢোকেন। এমন সময় তাকে আক্রমণ করে দু’টি সিংহ। তিনি মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাত পেয়েছেন।

আহত নারীকে বিমানে চড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের ডিউটি অপারেশনস ম্যানেজার ইনসপেক্টর ফায়ে স্টকম্যান বলেন, আহত নারীকে রক্ষা করার জন্য চিড়িয়াখানার অপর কয়েকজন কর্মী রীতিমতো ঝুঁকি নিয়ে সিংহের খাঁচায় ঢোকেন। তাদের একজন বলেছেন, চাকরিজীবনে কখনও এমন বিপদে পড়িনি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। এর আগেও বিভিন্ন চিড়িয়াখানায় কর্মীদের ওপরে জন্তুদের আক্রমণের ঘটনা জানা গেছে। গতবছর আমেরিকার কানসাস প্রদেশে একটি বাঘ চিড়িয়াখানার কর্মীকে আক্রমণ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App