×

খেলা

এএফসির জরুরি বৈঠক ৫ জুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২০, ০২:০৬ পিএম

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ জানিয়েছেন, বৈঠকটি হবে ভার্চুয়াল এবং তা আগামী ৫ জুন শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের পক্ষে বাফুফে সাধারণ সম্পাদক এবং বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এ সভায় অংশ নেবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার খেলছে এএফসি কাপের গ্রুপ পর্বে। ইতোমধ্যে একটি ম্যাচ শেষও করেছে তারা। গত ১১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংস এএফসি কাপে নিজেদের অভিষেক ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে। পাঁচ গোলের ৪টিই করেছিলেন মেসির সতীর্থ বার্কোস। এএফসি কাপে বাংলাদেশ থেকে দুটি দল ছিল। আবাহনী বাদ পড়েছে প্রাক-বাছাই থেকে। বসুন্ধরা কিংস খেলছে গ্রুপ পর্বে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া ফুটবল আবার মাঠে ফেরার অপেক্ষায় বিভিন্ন দেশে। ইউরোপের কয়েকটি দেশে তো ফুটবল শুরুই হয়েছে। এখন এশিয়ার দেশগুলোর কী অবস্থা তার খোঁজখবর নিচ্ছে এএফসি। এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থাটি তাদের সদস্য দেশগুলোকে চিঠি দিয়ে করোনার সর্বশেষ অবস্থা জানতে চেয়েছে। কবে শুরু হতে পারে এএফসি কাপ? বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘এএফসিকে সেটা সিদ্ধান্ত নিতে হলে অনেক কিছু বিবেচনা করতে হবে। এএফসি কাপের ক্লাবগুলোর মধ্যে তাদের দুই-একটি দেশের অবস্থা স্বাভাবিক হলেই তো হবে না। বিমান চলাচলের নিষেধাজ্ঞাও উঠতে হবে। এমন অনেক বিষয় আছে। তাই এএফসি কাপ যে কবে শুরু করতে পারবে সেটা এখনও বলার সময় আসেনি। এসব বিষয় নিয়েই ৫ জুনের সভায় আমরা কথা বলবো।’ এএফসি কাপে দক্ষিণ এশিয়ার যে দেশগুলোর ক্লাব আছে সেই দেশের ফুটবল ফেডারেশন এবং সংশ্লিষ্ট ক্লাব কর্মকর্তাদের নিয়েই এএফসির এই বৈঠক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App