×

আন্তর্জাতিক

কাজের সন্ধানে মরুভূমি পাড়ি দিচ্ছিল ৩৮ বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২০, ০১:৩০ পিএম

লিবিয়ার বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলিতে নেয়া হচ্ছিল ৩৮ বাংলাদেশিকে। মানবপাচারকারীরা ১৫ দিন আগে তাদের নিয়ে যাত্রা শুরু করেছিল। পথেই তাদের জিম্মি করে ফেলে সন্ত্রাসীরা। এর মধ্যে ২৬ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। আহত হন ১২ জন। গত ২৮ মে মিজদাহ শহরে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়। বেঁচে যাওয়া একজনের বরাত দিয়ে ত্রিপলি মিশন থেকে পাঠানো এক রিপোর্টে বলা হয়, ১৫ দিন আগে বেনগাজী থেকে মানবপাচারকারীরা তাদের মরুভূমি পাড়ি দিয়ে কাজের সন্ধানে লিবিয়ার ত্রিপলি শহরে নিয়ে যাচ্ছিল। পথে মিজদাহ শহরে তিনিসহ মোট ৩৮ বাংলাদেশিকে মুক্তিপণ আদায়ের উদ্দেশে জিম্মি করে সন্ত্রাসীরা। রিপোর্টে বলা হয়, জিম্মি অবস্থায় বাংলাদেশিদের ওপর অত্যাচার, নির্যাতন করা করা হয়। একপর্যায়ে অপহৃত বাংলাদেশিরা অপহরণকারী দলের নেতা লিবিয়ানকে হত্যা করে। এর জেরে অন্য সন্ত্রাসীরা আকস্মিকভাবে বাংলাদেশিদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ২৬ বাংলাদেশি নিহত হন। মিজদাহ হাসপাতালের পরিচালক দূতাবাসকে জানিয়েছেন, মরদেহগুলো বর্তমানে মিজদাহ হাসপাতালের মর্গে পরবর্তী প্রক্রিয়ার জন্য সংরক্ষিত রয়েছে। এছাড়া হাতে-পায়ে, বুকে-পিঠে গুলিবিদ্ধ ১১ বাংলাদেশিকে জিনতান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ত্রিপলি মেডিকেল সেন্টারে (টিএমসি) পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App