×

রাজধানী

১২ অগ্নি নির্বাপক যন্ত্রের ৯টিই মেয়াদোত্তীর্ণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২০, ১২:৪৭ পিএম

১২ অগ্নি নির্বাপক যন্ত্রের ৯টিই মেয়াদোত্তীর্ণ

অগ্নিনির্বাপক যন্ত্র পরিদর্শন করা হচ্ছে। ছবি: ভোরের কাগজ।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ১২ টি অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে ৯ টিই মেয়াদোত্তীর্ণ ছিল বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৮ মে) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এক কথা জানান।

মেয়র আতিকুল বলেন, হাসপাতালে আগুন লাগার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ছিল। তদন্ত প্রতিবেদন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনের ঘটনা ঘটে। ওই আগুনে হাসপাতালের পাঁচজন রোগী নিহত হন।

নিহতরা হলেন- মো. মাহবুব (৫০), মো. মনির হোসেন (৭৫), ভারনন এ্যান্থনী পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৪৫)।

মৃত পাঁচ জনই করোনা উপসর্গ নিয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ৩ জন কোভিড-১৯ পজিটিভ হলেও দুজনের নেগেটিভ আসে। তাদের আইসলোশন ওয়ার্ড থেকে সরিয়ে ফেলার কথা বলেছিলেন চিকিৎসকরা। তবে এর মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হন সবাই।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App