×

আন্তর্জাতিক

সীমান্তে শক্তি বৃদ্ধি, মুখোমুখি অবস্থানে ভারত-চীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২০, ১২:১৬ পিএম

সীমান্তে শক্তি বৃদ্ধি, মুখোমুখি অবস্থানে ভারত-চীন
পূর্ব লাদাখে ভারত ও চীনা সেনাদের মধ্যে প্রায় মাসব্যাপী সময় ধরে চলমান উত্তেজনা আরো জটিল আকার ধারণ করেছে। সীমান্তে শক্তি বৃদ্ধি করে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই দেশের সেনারা। চীনের পিঙ্গস লিবারেশন আর্মির (পিএলএ) সৈন্যরা এখন প্যাঙ্গং তসো (তসো অর্থ হ্রদ), ডেমচোক এবং গ্যালওয়ান উপত্যকার উত্তর তীরে চার থেকে পাঁচটি স্থানে ১২০০ থেকে ১৫০০ সৈন্য অবস্থান করছে। পিএলএ ইন্দো-চীন সীমান্তে ৫০০০ সৈন্য বৃদ্ধি করেছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া । সোমবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সর্বাধুনিক হেলিকপ্টার-ড্রোন চীন-ভারত সীমান্তে মোতায়েন করা হতে পারে। অপরদিকে চীনের সেনা বাড়ানোর সংবাদ পাওয়ার পরই উত্তরাখণ্ডে বাড়তি সেনা মোতায়েন শুরু করেছে ভারত। সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সেনার রুটিনমাফিক নজরদারির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে চীন বলে অভিযোগ তুলেছে ভারত। লাদাখ বা সিকিমের দিক থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি) লঙ্ঘনের চীনের অভিযোগও উড়িয়ে দিয়েছে ভারত সরকার। ভারতের দাবি, চীনের পিপলস লিবারেশন আর্মির বিভিন্ন কার্যকলাপে ওই এলাকায় ভারতীয় সেনার সীমান্তরক্ষার দায়িত্বে বাধা পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App