×

আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১০ দেশের জাপান ভ্রমণে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২০, ০১:৩২ পিএম

বাংলাদেশসহ ১০ দেশের জাপান ভ্রমণে নিষেধাজ্ঞা

ছবি: রয়টার্স

জাপান বাংলাদেশের প্রতি বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত বাংলাদেশি কেউ জাপান ভ্রমণ করতে পারবেন না। বুধবার (২৭ মে) থেকে এই নির্দেশ কার্যকরী হবে। খবর জাপান টাইমস পত্রিকার। শুধু বাংলাদেশ নয়, আরো ১০টি দেশের প্রতি এমন নির্দেশনা দিয়েছেন জাপান সরকার।

সোমবার (২৫ মে) প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, জাপানে নতুন করোনভাইরাস ছড়িয়ে পড়ায় সীমান্ত নিয়ন্ত্রণ পদক্ষেপের অংশ হিসাবে ভারতসহ ১০টি দেশের নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা বাড়িয়ে দিয়েছেন।

করোনভাইরাস প্রতিক্রিয়ার বিষয়ে একটি সরকারী টাস্কফোর্সের সভায় বক্তব্যে আবে আরো বলেন, জাপান সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা আরো জোরালো করা হচ্ছে। তা জুনের শেষ অবধি পর্যন্ত বজায় থাকবে।

যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেসব দেশগুলো হচ্ছে- আফগানিস্তান, আর্জেন্টিনা, ভারত, এল সালভাডর, ঘানা, গিনি, কিরগিজ, তাজিকিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App