×

জাতীয়

নতুন করে পুলিশের ১৫২ সদস্য করোনায় আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২০, ০৩:২৩ পিএম

নতুন করে পুলিশের ১৫২ সদস্য করোনায় আক্রান্ত
নতুন করে ১৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে বাংলাদেশ পুলিশের ৪ হাজার ৫৩ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। অপরদিকে জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে আক্রান্ত হওয়া ১ হাজার ১০০ পুলিশ করোনা জয় করে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার (২৬ মে) পুলিশ সদরদপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চলমান করোনাযুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত পুলিশের করোনায় আক্রান্ত হওয়া ১ হাজার ১১৯ জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের অনেকেই জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করতে আবারো কাজে যোগ দিয়েছেন। তিনি আরো বলেন, মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত নতুন করে ১৫২ জন আক্রান্তসহ পুলিশের ৪ হাজার ৫৩ জন গর্বিত সদস্য জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য চলমান করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করে জীবন উৎসর্গ করেছেন। সহকর্মী হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবার দৃপ্ত শপথ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App