×

রাজধানী

করোনাকালে নগরের সৌন্দর্য বাড়াচ্ছে বুনোফুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২০, ০৬:০৩ পিএম

করোনাকালে নগরের সৌন্দর্য বাড়াচ্ছে বুনোফুল

বুনোফুল ল্যান্টানা

করোনাকালে নগরের সৌন্দর্য বাড়াচ্ছে বুনোফুল
করোনাকালে নগরের সৌন্দর্য বাড়াচ্ছে বুনোফুল
করোনাকালে নগরের সৌন্দর্য বাড়াচ্ছে বুনোফুল
করোনাকালে নগরের সৌন্দর্য বাড়াচ্ছে বুনোফুল
করোনার ক্রান্তিকাল বেড়েছে। বেড়েছে মানুষের ঘরে থাকার প্রবণতাও। আর সেই সুযোগে প্রকৃতি যেন ছন্দে ফিরেছে। সবুজ ও সতেজতার পূর্ণতা নিয়ে আবির্ভুত হয়েছে সৌন্দর্যের নতুন রূপে। [caption id="attachment_222593" align="alignnone" width="1152"] অবাধে বাড়ছে ওরা। বিরক্ত করছে না কেউ। ছবি: শ্রাবণী হালদার[/caption] প্রকৃতির সেই নতুন রূপের কিছুটা রেশ পড়েছে খোদ রাজধানীতে। খিলগাঁও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের মূল তোরণের পাশে বুনোফুল ল্যান্টানা যেন ইটপাথরের নগরে সজীব অনুভূতি। [caption id="attachment_222595" align="alignnone" width="1152"] ইচ্ছে করে ছুঁয়ে দিই। ছবি: শ্রাবণী হালদার।[/caption] ল্যান্টানা আমেরিকা অঞ্চলের ফুল। ফুলগাছটি কষ্ট সহিষ্ণু হওয়ায় দেশের বন-জঙ্গল, পাহাড়ি টিলা, রাস্তা-ঘাটে অপ্রতিরোধ্য ভাবে বেড়ে উঠে। [caption id="attachment_222596" align="aligncenter" width="864"] ফুলের পাশে কুঁড়িও। ছবি: শ্রাবণী হালদার[/caption] ল্যান্টানা ফুলে বুনো গন্ধ থাকলেও রূপের জুড়ি নেই। ফুলে রয়েছে কমলা, হলুদ, বেগুনি এবং সাদা রঙের মিশ্রণ। ফুলটির বৈশিষ্ট্য হলো সময়ের সাথে রং বদলানো। তাই নতুন ফুল ও পুরনো ফুলের মধ্যে রঙের ভিন্নতা দেখা যায়। সব ঋতুতেই ল্যান্টানা ফুল ফুটে। তবে বর্ষায় বেশি দেখা যায়। [caption id="attachment_222597" align="aligncenter" width="1280"] সৌন্দর্যকে খুব কাছ থেকে দেখার তাড়না। ছবি: শ্রাবণী হালদার[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App