×

সারাদেশ

ঈদে বিনোদন স্পটে জনতার ঢল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২০, ১২:২৮ পিএম

ঈদে বিনোদন স্পটে জনতার ঢল

মেঘনার পাড়ে জনতার ঢল

ঈদে বিনোদন স্পটে জনতার ঢল

বেতুয়ায় মেঘনার পাড়ে জনতার ঢল

ঈদে বিনোদন স্পটে জনতার ঢল

লোকে লোকারণ্য

ভোলার চরফ্যাশনে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে বিনোদন স্পটগুলোয় নারী পুরুষ ও শিশু কিশোরদের উপচে ভিড় । করোনা ভাইরাস মহামারির এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করছেন সচেতন মহল। মানুষের এ অসচেতনতায় ঘটতে পাড়ে ভয়াবহ বিপর্যয়।

উপজেলার কয়েকটি বিনোদন স্পট ঘুরে দেখা গেছে, শিশুকিশোরসহ বিভিন্ন বয়সের মানুষকে ঘোরাঘুরি করতে। খেজুরগাছিয়া, বেতুয়া মেঘনা বিনোদন স্পট, বেতুয়া স্লুইসগেট, সামরাজ নদীরপাড়সহ বিভিন্ন বিনোদন স্পটে শতশত মানুষ যাদের ৯০ ভাগের কারো মুখেই নেই মাস্ক ও নেই কোন সামাজিক দূরত্ব।

[caption id="attachment_222539" align="aligncenter" width="700"] মেঘনার পাড়ে জনতার ঢল[/caption]

চরফ্যাশন বেতুয়ার বিনোদন স্পট মেঘনা পাড়ে ঈদকে ঘিরে জনতার ঢল এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, বিভিন্ন মহল থেকে অভিযোগ পেয়েছি। আমরা করোনা ভাইরাস সচেতনতায় প্রচার প্রচারণাসহ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাচ্ছি।

[caption id="attachment_222543" align="aligncenter" width="700"] লোকে লোকারণ্য[/caption]

তিনি আরো বলেছেন, যারা সরকারের নির্দেশনা মানছেন না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। প্রত্যেক বিনোদন স্পটসহ অন্যান্য এলাকায় অভিযান চালানো হবে। অপ্রয়োজনে যারা ঘরের বাইরে বের হবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App