×

আন্তর্জাতিক

সারা পৃথিবীকে ভুল বোঝাচ্ছেন ট্রাম্প, বলছে চীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২০, ০৬:০৩ পিএম

সারা পৃথিবীকে ভুল বোঝাচ্ছেন ট্রাম্প, বলছে চীন

ওয়াং ই

চীন-মার্কিন সম্পর্ককে নতুন কোল্ড ওযারের (ঠাণ্ডা যুদ্ধ) দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে মন্তব্য করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। করোনাভাইরাস ও হংকং ইস্যুতে সম্প্রতি এ মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, আমরা এটা লক্ষ্য করছি যে, আমেরিকার ভিতরকার কিছু রাজনৈতিক শক্তি চীন-মার্কিন সম্পর্ককে ক্রমশ ঠান্ডাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

এমনিতেই বাণিজ্য, মানবাধিকার নিয়ে দু’দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন লেগেই থাকে। প্যালেস্টাইনের গাজা স্ট্রিপে মার্কিন যুদ্ধবিমান হানা দিলে গর্জে ওঠে বেইজিং। আবার কমিউনিস্ট শাসিত চীনে থাকা উইঘুর মুসলিমদের মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে চীনের বিরুদ্ধে সরব হয় ওয়াশিংটন। এখন তাতে যোগ হয়েছে করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি।

সারা বিশ্বকে সংকটের মধ্যে ফেলে দেয়া এই ভাইরাস ছড়ানোর পিছনে চীনের হাত রয়েছে বলে লাগাতার আক্রমণ শানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কথায়, করোনাভাইরাসের সংক্রমণে এত মানুষের মৃত্যু এবং স্তব্ধ হয়ে যাওয়া অর্থনীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীকে ভুল বোঝাতে চাইছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App