×

খেলা

বার্সা ছাড়তে নারাজ মেসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২০, ১০:৪৩ পিএম

২০০৪ সাল থেকে বার্সেলোনার মূল দলে খেলছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এখন পর্যন্ত এই বার্সেলোনাতেই পরে রয়েছেন তিনি। এমনকি অন্য ক্লাবে বেশি টাকায় খেলার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

ইতালিয়ান জায়ান্ট ২০০৮ সালে মেসিকে তাদের দলে নেয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। তাকে বলা হয়েছিল বার্সায় তিনি যেসব সুযোগ সুবিধা পান তার চেয়ে বেশি সুযোগ সুবিধা তাকে দেয়া হবে। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন ইন্টার মিলানের সাবেক টেকনিক্যাল ডাইরেক্টর মার্কো ব্রানকা।

এ ব্যাপ্যারে টিএমটি রেডিওকে তিনি বলেন, ‘আমরা মেসির কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। কিন্তু মেসি বার্সা ছাড়তে রাজী হয়নি। সে ক্লাবের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। এজন্য টাকা পয়সার ব্যপারটি তাকে নুয়াতে পারেনি।’

২০০৮ সালে যখন মেসির কাছে ইন্টার মিলান প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তখন মেসি বয়স ছিল ২১ বছর। ওই প্রস্তাবের প্রায় ১ বছর বাদে তিনি প্রথম ব্যালন ডি অর জেতেন। আর তাছাড়া বার্সার হয়ে সবমিলিয়ে তিনি এখন পর্যন্ত ৩৪টি শিরোপা জিতেছেন। যার মধ্যে রয়েছে ১০টি লা লিগার শিরোপা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App