×

খেলা

ক্রীড়াবিদদের ঈদ শুভেচ্ছা বার্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২০, ০৩:১৬ পিএম

ক্রীড়াবিদদের ঈদ শুভেচ্ছা বার্তা

মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিম।

সিয়াম সাধনার পর সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। করোনা ভাইরাসের কারণে এবারের ঈদ ভিন্নভাবে উদযাপন করছে দেশের মুসলমানরা। তাই ঈদের দিনে মানুষকে ঘরে ধাকার অনুরোধ করেছেন ক্রীড়াবিব্রা। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফি বলেন, ‘এবার ঘরে থেকে ঈদ করার বড় সুযোগ। বাসায় যাঁরা অবিভাবক আছেন, তাদের সময় দিন। সাধারণত ঈদের দিনে তাঁদের সময় দেওয়া হয় না। এবার অবিভাবকদের ঈদ স্পেশাল করে তোলার দারুণ সুযোগ। তাঁরা যেন নিজেদের ছেলেবেলায় ফিরে যেতে পারে। সবাইকে অনুরোধ করব, সবাই ঘরে থাকুন, এক সঙ্গে ঈদ করুন। বেঁচে থাকলে সামনের ঈদ আরও ভালো হবে।’

মাশরাফির সঙ্গে সুর মিলিয়ে মুশফিক বলেন, ‘এবার ঈদটা একটু অন্যরকম। যদিও আমরা এভাবে চাইনি। আমরা সবাই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে যেন ঈদটা পালন করতে পারি। বাসার সবাইকে সময় দেই, বাসাতেই থাকি।'

করোনাকালে এবার ঈদের আমেজে ভাটা পড়েছে। অনেকেই বাড়ি ফিরতে পারেননি। কিংবা বাড়ি ফেরেননি। সংক্রমণ এড়ানোর সাবধানতা হিসেবে থেকে গেছেন তারা। বাড়িতে যারা ফিরেছেন তারাও সাবধান থাকতে বের হচ্ছেন না বাড়ি থেকে। কোনো জমায়েত, রাস্তার ধারে জমায়েত, আড্ডা, কোলাকুলি – সবকিছুই নিষেধ করা হচ্ছে। সময়টাই যে এমন! এর মাঝেও সামাজিক দূরত্ব বজায় রেখে হচ্ছে শুভেচ্ছা বিনিময়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। একই বার্তায় রিয়াদ বলেন, ‘আসসালামুআলাইকুম। সবাইকে ঈদ মোবারক। দয়া করে বাড়িতে থাকুন এবং আপনার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন।’

ব্যাটসম্যান সাব্বির রহমান তার মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। বাসায় থাকুন এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটান। আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন। প্রার্থনা করুন, ইনশাল্লাহ আবার সবকিছু ঠিক হয়ে যাবে।’ ঠিক একই ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রুবেল হোসেন ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এবারের ঈদ আমাদের পালন করতে হবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি জেনে এবং সঠিকভাবে তা মেনে। আসুন আমরা পরিবারের সঙ্গে আমাদের প্রিয় উৎসব ঈদ উদযাপন করি। সবাইকে ঈদ মোবারক।’

ওদিকে, বাংলাদেশে নেই সাকিব আল হাসান। গত মাসে দ্বিতীয় মেয়ে জন্ম নেওয়ার আগে যুক্তরাষ্ট্রে স্ত্রীর কাছে গিয়েছিলেন তিনি। সেখানেই ঈদ উদযাপন করছেন এই অলরাউন্ডার। ঈদের শুভেচ্ছা জানানোর সঙ্গে তার অনুরোধ, ‘করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সবাই মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।’

এছাড়াও, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বর্তমানে ডেনমার্কে। খেলা বন্ধ থাকায় ফিরে গেছেন পরিবারের কাছে। আবার ফুটবল মাঠে গড়ানোর আগে ফিরবেন অধিনায়ক।

ডেনমার্ক থেকে জামাল ভূঁইয়া বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। জামাল ভূঁইয়া সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঘরে এবং নিরাপদ থাকার অনুরোধ করেছেন।

ঈদ শুভেচ্ছা বার্তায় জামাল ভূঁইয়া লিখেছেন,‘আমার সকল ভক্ত, বন্ধু, শুভাকাঙ্খী, গণমাধ্যমের ভাইদের শুভেচ্ছা জানাই। এমন কি যারা আমাকে পছন্দ করেন না, তাদেরও ঈদের শুভেচ্ছা জানাই। আশা করছি সবারই একটু সুন্দর দিন কাটবে। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।’

উল্লেখ্য, জামাল ভূ্ইঁয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিং ক্লাবেরও অধিনায়ক। তার জন্ম, বেড়ে ওঠা সবই ডেনমার্কে। বাংলাদেশের জার্সি গায়ে তিনি এখন হয়ে উঠেছেন বড় তারকা। তার গোলেই বাংলাদেশ সর্বশেষ এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় পর্বে উঠেছিল। যা বাংলাদেশের জন্য নতুন ইতিহাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App