×

জাতীয়

করোনাযুদ্ধে প্রাণ গেল আরো এক পুলিশযোদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২০, ১২:০৭ পিএম

করোনাযুদ্ধে প্রাণ গেল আরো এক পুলিশযোদ্ধার
করোনাযুদ্ধে প্রাণ গেল আরো এক পুলিশযোদ্ধার
করোনা ভাইরাস প্রতিরোধের মাঠ পর্যায়ের সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশের এক সদস্য কনস্টেবল নেকবার হোসেন (৪২) মারা গেছেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানায় কর্মরত ছিলেন। করোনাযুদ্ধে কনস্টেবল নেকবার হোসেনের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সাথে দেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যেয়ে  সহকর্মীর এমন আত্মত্যাগের জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য গর্বিত। গত শনিবার (২৩ মে) ২০২০ খ্রিঃ শনিবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। এরপর তাঁর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল রোববার কনস্টেবল নেকবার হোসেনের নমুনা পরীক্ষায় পজেটিভ ফলাফল পাওয়া যায় অর্থাৎ তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। নেকবার হোসেনের গ্রামের বাড়ি ভোলা জেলায় চরফ্যাশনে। তিনি স্ত্রী, সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, এ নিয়ে চলমান করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের ১৪ জন সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত মৃত্যু বরণ কছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App