×

খেলা

৮ জুন মাঠে ফিরছে লা লিগা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২০, ১০:৪৪ এএম

৮ জুন মাঠে ফিরছে লা লিগা

ফুটবল লিগ লা লিগা।

করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা ৮ জুন মাঠে ফিরছে আবার। শনিবার (২৩ মে) লা লিগা ফেডারেশন কে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাঠে ফেরার এই সংকেত দিয়েছেন।

স্পেনের প্রধানমন্ত্রী আরো জানান, ৮ জুন থেকে ফুটবলের মতোই স্পেনে আরো কিছু কার্যক্রম চালু করার অনুমতি দেওয়া হবে। তবে ইতোমধ্যেই সানচেজের দেশে লকডাউন শিথিল হওয়ার ফলে জীবনযাত্রা অনেকটাই ছন্দে ফিরতে শুরু করেছে।

লা লিগা প্রেসিডেন্ট তেবাস উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা এ সিদ্ধান্তে খুব খুশি। তবে আমরা সতর্কতায় ছাড় দেব না। স্বাস্থ্যবিধি মেনে চলা খুব গুরুত্বপূর্ণ হবে, যাতে মহামারি আবারও ফিরে আসতে না পারে।’

করোনা সংক্রমণের জন্য গত ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে লা লিগা। একটা সময়ে বিশ্বের প্রায় সমস্ত দেশকে ছাপিয়ে হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছিল এই দেশে। চলতি সপ্তাহ থেকেই অনূর্ধ্ব ১০ জনের দলে আবার অনুশীলন শুরু করেছে 'লা লিগা'র বিভিন্ন ক্লাবগুলো।

লা লিগার চলতি মৌসুমে আরও ১১টি ম্যাচ বাকি রয়েছে। এর আগে লিগের প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস জানিয়েছিলেন, ১২ জুন থেকে লিগ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App